স্টাফ রিপোর্টার, ঢাকা | ১ জুলাই:
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি চত্বরে নিজের রিকশার উপর ঘুমন্ত অবস্থায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) তার মৃত্যু ঘটে।
আজ বিকেলে টিএসসির আশপাশের লোকজন তাকে দীর্ঘ সময় ধরে অচেতন অবস্থায় দেখে সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তার শরীরে প্রাণের কোনো চিহ্ন না পেয়ে পুলিশে খবর দেন তারা।
ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রিকশার গায়ে কোনো নাম বা ঠিকানা লেখা ছিল না। মৃত ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে পরিচয় শনাক্তের জন্য।
পুলিশ জানিয়েছে, শাহবাগ থানায় যোগাযোগ করলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। সংশ্লিষ্ট কেউ মৃত ব্যক্তিকে চিনতে পারলে থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।