নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক–এর সমর্থনে রাজধানীর পল্লবীতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিলে নেতা–কর্মী ও সাধারণ সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মিছিলটি পল্লবী এভিনিউ ফাইভ নাভানার সামনে থেকে শুরু হয়ে বটতলা, প্যারিস রোড, ঝুটপট্টি, হোপ স্কুল এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অরিজিনাল দশে পপুলার হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পুরো মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর ছিল এলাকাজুড়ে।
মিছিলে অংশ নিয়ে আমিনুল হক বলেন,
“জনগণের সমর্থন ও আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।”
তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নেতাকর্মীদের মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
মোটের ওপর, এ গণমিছিল পল্লবী এলাকায় নির্বাচনকে ঘিরে বিএনপির মাঠ–পর্যায়ের উচ্ছ্বাস ও সংগঠিত উপস্থিতির একটি স্পষ্ট বার্তা দিয়েছে।


















