শুক্রবার , ২৮ আগস্ট ২০২০ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

১০ কোটি টাকার মেয়াদ উত্তীর্ন প্রসাধনী: চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
bangladesh ekattor
আগস্ট ২৮, ২০২০ ৩:০৪ পূর্বাহ্ণ

১০ কোটি টাকার মেয়াদ উত্তীর্ন প্রসাধনী সরবরাহকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

বাংলাদেশ একাত্তর.কম / উজ্জ্বল বেপারী

দুবাইসহ বিভিন্ন দেশ থেকে আমদানী বিশ্বের নামী-দামী ব্র্যান্ডের প্রসাধনীর মেয়াদ উত্তীর্ন সরবরাহকারী চক্রের মূল হোতাসহ পাঁচ জনকে গ্রেফতার এবং ১০ কোটি টাকার অধিক মালামাল জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার কৃতরা হলেন, শংকর মন্ডল (৩৪), হারুন অর রশিদ (৪৫), সবুজ আহমেদ (৩০), মনিরুজ্জামান (২৩) ও বীরেশ্বর মন্ডল (৩৬)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণের একটি গোয়েন্দা দল মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর সাঈদ নগর ভাটারা এলাকায় অভিযান চালায়। এসময় অপরাধী চক্রের প্রধানের নিজস্ব বাড়ির পঞ্চম তলার গুদাম থেকে ইয়ার্ডলি লোশন, ইয়ার্ডলি সাবান, ইয়ার্ডলি পাউডার, বডি স্প্রে ইত্যাদি সহ প্রায় ১০ কোটি টাকার অধিক মালামাল জব্দ করা হয়। এছাড়াও প্রসাধনীর গায়ে ম্যানুফ্যাকচারিং ও মেয়াদ উত্তীর্নের তারিখ পরিবর্তনে ব্যবহৃত কেমিক্যাল, কালি ও একটি মেশিন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এই ঘটনায় ভাটারা থানায় ২৬ আগস্ট একটি মামলা হয়েছে।
ঘটনার সাথে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত তিন দিনের পুলিশ রিমান্ড দিয়েছে।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ