বুধবার , ২০ অক্টোবর ২০২১ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

সন্তানের হাতে বাবা খুন, ২৪ ঘন্টা না যেতেই র‌্যাবের হাতে গ্রেফতার 

প্রতিবেদক
bangladesh ekattor
অক্টোবর ২০, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/ আশুলিয়া প্রতিনিধি: প্রকাশিত/ বুধবার /২০/১০/২০২১ইং

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়ায় চাঞ্চল্যকর সন্তানের হাতে বাবা খুনের মামলায় হত্যাকারী সন্তানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৪।,

গত ১৯ অক্টোবর ২০২১ ইং তারিখ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকায় রাতের অন্ধকারে আনুমানিক রাত ৪টা ৩০ ঘটিকায় পিতা নুর মোহাম্মদ (৬৮)’কে বটি দ্যা দিয়ে কুপিয়ে তার ছোট ছেলে নৃশংসভাবে হত্যার করে। পরে এ ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ছেলে রমজান আলী। 

উক্ত ঘটনায় চাঞ্চল্যের তৈরি হওয়ায় র‍্যাব ছায়া তদন্ত  শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আসামী আফাজ উদ্দিন হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিল। সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা না পড়ার জন্য বারংবার স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত মর্মে গত ২০/১০/২০২১ তারিখ  ভোর রাত ৪ ঘটিকায় আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি রক্তমাখা বটি, ১ টি রক্তমাখা বিছানার চাদর, ১ টি রক্তমাখা লুঙ্গিসহ উক্ত হত্যা মামলার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আফাজ উদ্দিন (২৮), প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ উক্ত হত্যার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করেছে।

আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ