রাজু আহমেদ: ২ সেপ্টেম্বর ২০২৫:
ঢাকা, রাজধানীর মিরপুরে সুয়ারেজ লাইনের অজুহাতে ক্যাম্পের পানি সংযোগ বিচ্ছিন্নের তীব্র প্রতিবাদে আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবার ওয়াসার মিরপুর অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ (BBRA), পল্লবী থানা শাখা।
সংগঠনটির নেতারা অভিযোগ করেন, মিরপুর ও পল্লবী এলাকায় বিভিন্ন বিহারী ক্যাম্পে দীর্ঘদিন ধরে পানি সংকট চলছে। ওয়াসা কর্তৃপক্ষ সুয়ারেজ লাইন সংস্কারের নামে একের পর এক ক্যাম্পের পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এতে ক্যাম্পে বসবাসরত হাজারো মানুষ পানির জন্য চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি:
“পানি মানুষের মৌলিক অধিকার। এটি কেটে দেওয়া মানে জীবনকে হুমকির মুখে ফেলা। ওয়াসা যদি অবিলম্বে প্রতিটি ক্যাম্পে স্থায়ী পানি সংযোগ স্থাপন না করে, তবে ক্যাম্পবাসীদের সঙ্গে নিয়ে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
পল্লবীর বিভিন্ন ক্যাম্পের সাধারণ মানুষ জানান, রান্না, স্বাস্থ্যসেবা, স্যানিটেশনসহ প্রতিটি কাজে তারা পানির অভাবে বিপাকে পড়েছেন। পানি কিনে ব্যবহার করতে গিয়ে অনেক পরিবার আর্থিক সঙ্কটে পড়ছে।
আগামী ৩ সেপ্টেম্বর ঘোষিত ঘেরাও কর্মসূচি সফল করতে ইতোমধ্যেই ক্যাম্পে ক্যাম্পে ব্যাপক প্রচার চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঐদিন সকাল থেকে মিরপুর ওয়াসা অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করবে ক্যাম্পবাসীরা।
ভবিষ্যৎ কর্মসূচির হুমকি
BBRA নেতারা জানিয়েছেন, এ কর্মসূচির পরও দাবি না মানা হলে তারা ঢাকা শহরের ওয়াসার প্রধান কার্যালয় ঘেরাও, মহাসড়ক অবরোধ ও মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।,