বাংলাদেশ একাত্তর.কম / উজ্জল বেপারি
ঢাকা জেলার ধামরাই থানা এলাকায় মেয়াদ উত্তীর্ণ উপাদান দিয়ে খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।
রোববার (১৬ আগস্ট) দিনগত রাতে র্যাব-৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
জিয়াউর রহমান জানান, র্যাব-৪ এর একটি দল ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে রোববার দুপুরে ঢাকা জেলার ধামরাই থানা এলাকায় অভিযান চালিয়ে হাবিব বেকারীর মালিক মোঃ শফিকুল ইসলামকে মেয়াদ উর্ত্তীণ উপাদান দিয়ে খাদ্য তৈরি করার অপরাধে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে জনস্বাস্থ্য ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে র্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জিয়াউর রহমান।