নিজস্ব প্রতিবেদক | ঢাকা | সোমবার, ২১ জুলাই ২০২৫
রাজধানীর মিরপুরে সেনাবাহিনীর একটি গোয়েন্দা অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার রাত ৯টা ৩০ মিনিটে সেনাবাহিনীর ১১ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে পল্লবী ১৮ নম্বর লাইনের ভাসানী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন মোছা: লিপি বেগম (৪৬) এবং তার মেয়ে মোছা: নাজিয়া হাসান (২৫)। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে মোট ৯৫৮ পিস ইয়াবা, পাঁচটি মোবাইল ফোন, এক লাখ ঊনষাট হাজার পাঁচশত টাকা নগদ, দুটি ডেবিট কার্ড, দুটি মেট্রোরেল কার্ড ও দুটি শপিং কার্ড জব্দ করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে ১১ সিগন্যাল ব্যাটালিয়নের মিরপুর-১৩ এর কৃষি ব্যাংক আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে রাত ১০টা ৪০ মিনিটে তাদের কাফরুল থানার এসআই হাসানুর রহমানের জিম্মায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।