পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ: পুলিশ সদস্য নুর হোসেনসহ তিনজন আহত
রাজু আহমেদ: বুধবার ১৯ নভেম্বর ২০২৫
আজ বুধবার রাত ৯টার দিকে রাজধানীর পল্লবী থানার গেটের ঠিক সামনে উড়ালসেতুর ওপর থেকে দুর্বৃত্তরা একের পর এক চারটি ককটেল নিক্ষেপ করে। আকস্মিক এই বিস্ফোরণে পুলিশ সদস্য নুর হোসেন (সিভিল পোশাকে) সহ মোট তিনজন আহত হয়েছেন। তবে তিনি অন ডিউটি ছিলেন নাকি অফ ডিউটিতে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হঠাৎ বিকট বিস্ফোরণে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানার আশপাশে থাকা পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করেন এবং উড়ালসেতুসহ পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন।
আহতদের মধ্যে কেবল পুলিশ সদস্য নুর হোসেনের পরিচয় পাওয়া গেছে; অন্য দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সবাইকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
পুলিশের প্রাথমিক ধারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এই হামলা চালিয়ে থাকতে পারে। ঘটনার পর উড়ালসেতুর সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

















