শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দলের নির্দেশ অমান্য করে ব্যানার টানিয়ে রেখেছেন ‘বহু’:মিরপুরে রহস্যজনক ভবন নিয়ে বাড়ছে প্রশ্ন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ১১, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ

মিরপুর ১১-এর “ফোস্টার ক্লাস” ভবনে রাতে ব্যানার টানানো, সন্দেহজনক কার্যক্রমে উদ্বিগ্ন স্থানীয়রা — বিএনপি নেতা বশির উদ্দিন বহুর ‘খালেদা জিয়া–তারেক রহমান মুক্তি পরিষদ’ নিয়ে সমালোচনার ঝড়

রাজু আহমেদ প্রকাশ | ১১ অক্টোবর ২০২৫, ঢাকা

রাজধানীর মিরপুর ১১ সেকশন–৭ এলাকায় “ফোস্টার ক্লাস” নামে পরিচিত একটি ভবন নিয়ে সম্প্রতি চাঞ্চল্য তৈরি হয়েছে। রাতের আঁধারে সেখানে টানানো হয় একটি বড় রাজনৈতিক ব্যানার যেখানে এক পাশে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্য পাশে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং যুগ্ম আহ্বায়ক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ। তবে সবচেয়ে চোখে পড়েছে মাঝখানে থাকা সাবেক সহসভাপতি (পল্লবী থানা বিএনপি) এবং স্বঘোষিত সভাপতি, ‘খালেদা জিয়া–তারেক রহমান মুক্তি পরিষদ’ মোঃ বশির উদ্দিন বহুর ছবি।

স্থানীয় বাসিন্দাদের ভাষায়—“ব্যানারটি রাতেই লাগানো হয়। সকালে ঘুম থেকে উঠে হঠাৎ দেখি ভবনের দেয়ালজুড়ে বিশাল ব্যানার ঝুলছে।”

রহস্যে ঢাকা ‘ফোস্টার ক্লাস’ ভবন
ব্যানার লাগানো ভবনের ভেতরে রয়েছে একাধিক কোম্পানি,“ফোকাস ক্লাস”, “কিউ এন্ড কিউ ট্রেডিং লিমিটেড” ও “ফোকাস ক্লাস জুস”। ভবনের ভেতরে ঠিক কী তৈরি হয়, তা কেউ বলতে পারেন না। স্থানীয়দের দাবি, বিদেশ থেকে আনা খাদ্যপণ্য খুলে এখানে পুনঃপ্যাকেট করে বাজারজাত করা হয়।

কর্মচারীদের জিজ্ঞেস করলে কেউই স্পষ্টভাবে উত্তর দিতে চান না। একাধিক ব্যক্তি অভিযোগ করেন, “সব কাজ চলে
অবস্থাটি এমন যে ভবনের কোনো সাইনবোর্ডও নেই। অনুমান করা হচ্ছে, এটি প্লট নং ১০, রোড-৩, সেকশন-৭, মিরপুর, ঢাকা—২১১ নম্বর মেট্রোরেল পিলারের দক্ষিণে, স্নোটেক্স গার্মেন্টসের পাশে একটি পুরনো ভবন।

দলের নির্দেশ অমান্য, ক্ষোভ তৃণমূলে
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন—“কোনো ব্যানারে নেতার ছবি থাকবে না।” দলের অধিকাংশ নেতা নির্দেশ মেনে ব্যানার সরিয়ে ফেললেও বশির উদ্দিন বহু তা মানেননি। তার ব্যানারে এখনো রয়ে গেছে ছবি—যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে মহানগর উত্তর বিএনপি ও ঢাকা–১৬ আসনের তৃণমূল নেতাদের মধ্যে।

তাদের প্রশ্ন,
“যদি তিনি বিএনপির রাজনীতি করেন, তবে আহ্বায়কের নির্দেশ অমান্য করে কীভাবে নিজের ছবি রাখেন?”
‘মুক্তি পরিষদ’—দলের বাইরের দল?
‘খালেদা জিয়া–তারেক রহমান মুক্তি পরিষদ’ নামের সংগঠনটি সম্পর্কে বিএনপির কেউই অবগত নন। দলীয় নেতারা বলছেন, বশির উদ্দিন বহু নিজেই সংগঠনটি তৈরি করে নিজেকে সভাপতি ঘোষণা করেছেন। তারা মনে করেন, এটি মূল দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“এ ধরনের স্বঘোষিত সংগঠন দলীয় ঐক্যে ফাটল ধরাতে পারে। আমরা বিষয়টি নজরে রেখেছি।”

ভবনের রহস্যময় কার্যক্রম নিয়ে স্থানীয়দের উদ্বেগ বাড়ছে। কেউ বলছেন, “এখানে জুস নয়, অন্য কিছু তৈরি হয়।” কেউ আবার সন্দেহ করছেন, বিদেশি খাদ্যপণ্য এখানে খোলা ও পুনঃপ্যাকেজ করা হয়। তারা খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মিরপুরবাসীর প্রশ্ন
এই ভবনে আসলে কী হয়?”
“রাতের বেলায় ব্যানার টানানো হলো কেন?” “বিএনপির নামে স্বঘোষিত সংগঠন চালিয়ে কার স্বার্থ রক্ষা হচ্ছে?”
এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। তবে স্থানীয়দের প্রত্যাশা-দলীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত তদন্ত করে পরিষ্কার করবে, যাতে সত্য প্রকাশ পায় এবং অনিশ্চয়তা দূর হয়।

রাজনীতি যদি মানুষের জন্য হয়, তবে তার কর্মকাণ্ডও হতে হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। মিরপুরের এই ঘটনাটি প্রমাণ করছে, অন্ধকারে ঝুলানো ব্যানারের মতোই আমাদের রাজনীতিতেও কিছু বিষয় এখনো আলোচনার অপেক্ষায়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিক বিদ্যালয়ের প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতা সিদ্দিক বিশ্বাস আটক

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে : আমিনুল হক

ন্যাশনাল মেডিকেল কলেজের পিয়ন জাহিদের বিরুদ্ধে চুরি, মাদক ও স্ত্রী নির্যাতনের অভিযোগ

বিএনপির প্রতিষ্ঠাতার “মুক্তিযোদ্ধার খেতাব” বাতিলের সিদ্ধান্ত

পল্লবীতে বস্তি উচ্ছেদ: খোলা আকাশের নিচে বেঁচে থাকার করুণ আর্তনাদ

পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, এক যুবক আহত

পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান

ত্যাগী নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি: আমিনুল হক