সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে ব্যবসায়ীকে পিটিয়ে মৃত্যু ভেবে ফেলে যায় সন্ত্রাসীরা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ১০, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

চিহ্নিত অপরাধীদের রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠছে নতুন সন্ত্রাস নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক: প্রকাশ, ১০ নভেম্বর ২০২৫

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় এক ব্যবসায়ীকে পিটিয়ে মৃত্যু ভেবে ফেলে যায় একদল সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোররাতে। স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের কাছেই একটি কুখ্যাত “টর্চার সেল” নামে পরিচিত রুম রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে অপরাধীরা নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ আছে।

আহত ব্যবসায়ী নজরুল ইসলাম (৪২) পলাশনগর বটতলা এলাকার বাসিন্দা। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত। স্থানীয় সূত্র জানায়, নজরুল দীর্ঘদিন ধরে একটি চাঁদাবাজ চক্রকে নিয়মিত চাঁদা দিয়ে আসছিলেন। সম্প্রতি ব্যবসা মন্দার কারণে চাঁদা দেওয়া বন্ধ করলে বৃহস্পতিবার ভোরে ১৫–২০ জন মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
এলাকাবাসীর অভিযোগ, পল্লবী-বাউনিয়াবাধ এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে, যারা রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক ব্যবসা, জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।

এই চক্রের নেতৃত্বে রয়েছেন এক সময়ের প্রভাবশালী স্থানীয় নেতা, যিনি অতীতে মাদকসহ গ্রেপ্তার হয়ে রাজনৈতিক পদ হারান। জেল থেকে বের হয়ে তিনি ভাষানটেক, মাটিকাটা ও পলাশনগর এলাকায় নতুন করে অপরাধী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। পদ ফিরে পেতে ও প্রভাব বাড়াতে তিনি নিয়মিত রাজনৈতিক মিটিং-মিছিল করছেন এবং এসব কর্মকাণ্ডে লাখ লাখ টাকা ব্যয় করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার এই কার্যক্রমে প্রভাবশালী নেতাদের ছায়া ও সমর্থন রয়েছে বলে অভিযোগ উঠেছে।

পল্লবী ও বাউনিয়াবাধ এলাকার সাধারণ মানুষ বলছেন, এই চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করলে যার পক্ষে ভোট চাওয়া হবে, সেই প্রার্থীর ভরাডুবি নিশ্চিত। তাদের দাবি, নেতাদের উচিত এসব অপরাধীদের থেকে দূরে থাকা এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া। তাহলেই এলাকায় শান্তি ফিরবে এবং ঢাকার ১৬ নম্বর আসনে ভোট পড়বে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে।

গুরুতর আহত নজরুল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পল্লবী থানার এক কর্মকর্তা জানান, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - আইন ও আদালত