মোঃ জাকির হোসেন
ঢাকা | শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
সহনশীল নেতৃত্বের অঙ্গীকার
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আমরা চাই সহনশীল, ধৈর্যশীল নেতৃত্ব এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যা সমাধান করে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য।”
শুক্রবার বিকেলে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত ‘মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতৃত্ব নয়, জনগণই হবে মূল শক্তি
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, “প্রত্যেকটি সাধারণ মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করতে হবে। ব্যর্থ হলে নেতৃত্বে পরিবর্তন আনা হবে। প্রভাব বিস্তার নয়, বরং মানুষের সাথে মিশে মতামত নিয়ে কাজ করতে হবে।”
আওয়ামী লীগের উন্নয়ন প্রশ্নবিদ্ধ
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ উন্নয়নের নামে নিজেদের আখের গুছিয়েছে। সাধারণ মানুষের জন্য কিছুই করেনি। এই অবিচার রুখতেই বিএনপি জনগণের পাশে রয়েছে।”
তরুণদের জন্য খেলাধুলা ও কর্মসংস্থান
খেলাধুলা প্রসঙ্গে তিনি জানান, “বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হবে।”
তিনি আরও বলেন, “খেলাধুলার মাধ্যমেই মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখা সম্ভব। সুস্থ জাতি গঠনে খেলাধুলা হবে অন্যতম হাতিয়ার।”
নিম্ন আয়ের মানুষের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা
পল্লবী-রূপনগর এলাকার বাস্তবতা তুলে ধরে আমিনুল হক জানান, “এ এলাকার নিম্ন আয়ের পরিবারগুলোর সন্তানদের জন্য বিনামূল্যে পড়াশোনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি বেকার যুবকদের জন্য সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ তৈরি করা হবে।”
তিনি আরও বলেন, “ড্রেনেজ ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে ইতোমধ্যে সিটি কর্পোরেশনের সাথে আলোচনা হয়েছে।”
স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলীম মিরাজ। উপস্থিত ছিলেন মাহাবুব আলম মন্টু, সাজ্জাদ হোসেন, আসরাফ আলী গাজী, আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, আসলাম হোসেন গাজী, শহিদুল ইসলাম চান, সৈয়দা দিলারা ইসলাম পলি প্রমুখ।
সম্মানিত এডভোকেট আশরাফ আলী লিটনের প্রয়াত মা স্মরণে দোয়া মাহফিল
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের আগে আমিনুল হক পল্লবী মিল্ক ভিটা মোড়ে বিএনপি নেতা এডভোকেট আলী আসরাফ লিটনের মা মরহুমা শাহানাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন।