রাজু আহমেদ | ১লা জুন ২০২৫
মিরপুর ১২, ব্লক-ডি, রোড নং ৯, বাড়ি নং ১ — এই ঠিকানায় অবস্থিত একটি অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিপি) সেবাদান কেন্দ্রের বিরুদ্ধে চুক্তি শেষ হওয়ার পরও বাড়ি খালি না করার অভিযোগ উঠেছে। এর মাঝেই নতুন ভাড়াটিয়া স্কুল মালিককে কেন্দ্রের এক কর্মচারীর ধাক্কা দেওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে পল্লবী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক জানান,
“পুরাতন ভাড়াটিয়া হিসেবে চুক্তি শেষ হওয়ার পর তাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা জোর করে জায়গা দখল করে আছে। নতুন ভাড়াটিয়া মালামাল রুমে তুলতে গেলে তাদের স্টাফ ধাক্কা দেয়। এটা কেমন সেবাদান?”
এই প্রসঙ্গে অভিযুক্ত অফিস সহায়ক আল আমিন নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন,
“আমি মুরব্বিকে ধাক্কা দেই নাই, আমি উনাকে সরিয়ে দিয়েছি যাতে সমস্যা না হয়।”
তবে প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ঘটনাটি ‘ধাক্কা বলেই মনে হয়েছে’ এবং এতে মুরব্বি ভীষণ অস্বস্তিতে পড়েন।
এলাকাবাসীরা জানান, কেন্দ্রটি বহুদিন ধরে নিয়ম-নীতি করে চলছিল। বর্তমান ঘটনার পর সাধারণ মানুষ কেন্দ্রটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে।
পল্লবী থানার একজন পুলিশ কর্মকর্তা জানান,
“আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
অটিজম সেবাকেন্দ্র একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও, যদি সেবার নামে কেউ জোরপূর্বক দখল, চুক্তি লঙ্ঘন বা হেনস্তার মতো কার্যকলাপে জড়ায়, তাহলে তা তদন্তযোগ্য এবং নিন্দনীয়।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সুষ্ঠু সমাধানের জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।