ডেভিল হান্ট অভিযানে বিশ্বম্ভরপুরে এক ব্যক্তি গ্রেপ্তার
বাংলাদেশ একাত্তর:সংবাদ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় চলমান ডেভিল হান্ট অভিযানে আবু শাহ মোহাম্মদ সাইফুল আলমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত সাইফুল আলমের পিতা মরহুম শাহাবুদ্দীন মড়ল। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার গোলগাঁও গ্রামের বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ৪ তারিখের একটি মামলার সূত্র ধরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, চলমান বিশেষ এই অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্য ও মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


















