চেয়ার দখলের ষড়যন্ত্র ব্যর্থ, অবসরপ্রাপ্ত শিক্ষক মুসাদ্দেকসহ কয়েকজনের প্রপাগাণ্ডার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
মিরপুর|ঢাকা|রাজু আহমেদ |১৫|২০২৫|
মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের প্রায় ২৫০ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে ২৪৫ জন ঐক্যবদ্ধভাবে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে। সম্প্রতি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা ৩১টি অভিযোগ তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হওয়ার পরও সংশ্লিষ্টরা ফেসবুকে বিভ্রান্তিকর প্রপাগাণ্ডা ছড়িয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষকরা জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক মুসাদ্দেক তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি কিছু সুবিধাভোগী অবসরপ্রাপ্তদের সঙ্গে নিয়ে কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন অভিযোগ করে আসছেন। অথচ সংশ্লিষ্ট তদন্ত কমিটি সব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে চূড়ান্তভাবে খারিজ করেছে।
আজ সোমবার বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সভায় ২৪৫ জন শিক্ষক-শিক্ষিকা এক কণ্ঠে বলেন—
“যদি এই অপপ্রচার বন্ধ না হয়, তবে আমরা কঠোর আন্দোলনের ডাক দেবো।”
“যারা তাদের কাছে সুবিধা বা চাঁদা দিচ্ছেন, তারা আজই বন্ধ করুন। এসব সুযোগ দিয়েই তারা প্রতিষ্ঠানের ক্ষতি করছে।”
“শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে আমরা সবাই এক থাকলে, কয়েকজন প্রপাগাণ্ডা ছড়িয়ে কোনোদিন সফল হবে না।”
শিক্ষকরা আরও বলেন, ৫ আগস্টের পর থেকে কিছু স্বার্থান্বেষী মহল চেয়ার দখলের ষড়যন্ত্রে নেমেছে। তারা ব্যর্থ হয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। ৩১টি অভিযোগই মিথ্যা প্রমাণিত হওয়ায় ষড়যন্ত্রকারীরা কোণঠাসা হয়ে পড়েছে।
সভায় উপস্থিত শিক্ষকরা ঘোষণা দেন, প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিরুদ্ধে চলমান এই অপপ্রচার রুখতে তারা প্রয়োজন হলে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।