শনিবার , ১৭ মে ২০২৫ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্বম্ভরপুরে মানববন্ধনে হামলার ঘটনার পর সালিশের মাধ্যমে মাফ চাইলেন হামলাকারীরা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ১৭, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি: ১৭ মে ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সম্প্রতি এক শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সচেতন নাগরিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন করতে গেলে কিছু বিএনপি নেতার নেতৃত্বে হামলা চালানো হয়।

হামলার ফলে বেশ কয়েকজন আহত হন এবং আহতদের মধ্যে অনেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউএনও সাদি উর রহিমের সময় বিশ্বম্ভরপুরে উন্নয়ন ব্যাপকভাবে এগিয়ে ছিল। তার চলে যাওয়ার পর বর্তমান ইউএনও মফিজুর রহমান কর্মজীবনে দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে নিজের সম্পদ বাড়ানোর অভিযোগে একাধিকবার অভিযুক্ত হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মফিজুর রহমানের কার্যকলাপের কারণে বোর্ডার পিকনিক স্পটগুলোও ধ্বংসের দিকে যেতে শুরু করেছে। স্থানীয় জনগণের বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহণের অভিযোগ তুলে হামলার ঘটনা ঘটানো হয়।

হামলার পর স্থানীয় একটি সালিশের ব্যবস্থা করা হলে হামলাকারীরা নিজেদের ভুল বুঝতে পেরে সকলের কাছে মাফ চেয়েছে। মানববন্ধনের আয়োজক শফিকুল ইসলাম (জনি) বলেন, “দুর্নীতিবাজ ইউএনও’র বিরুদ্ধে আমাদের মানববন্ধন চলাকালীন বিএনপির নামধারী কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়েছে। তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং বড় জমায়েতে হাত জোর করে মাফ চেয়েছে। ভবিষ্যতে আমাদের উপজেলায় কোনও দুর্নীতির বিরুদ্ধেই আমরা একসাথে মোকাবেলা করব। ইনশাল্লাহ, সত্যের জয় সবসময় হবে।”

এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে আন্দোলনের আগ্রহ বেড়েছে। তারা মনে করছেন, সাধারণ জনগণের অধিকার রক্ষায় এ ধরনের আইন অমান্যকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত