জেলা কমিটির অনুমোদনে সভাপতি আজিজুর, সম্পাদক জব্বার ও সাংগঠনিক সম্পাদক আজিজুল, তৃণমূল সংগঠন শক্তিশালী ও জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকার প্রত্যাশা
সুনামগঞ্জ প্রতিনিধি | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গণঅধিকার পরিষদের নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। জেলা কমিটির নির্দেশনা ও অনুমোদনে গঠিত ৫৫ সদস্যের এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল জব্বার এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আজিজুল ইসলাম। সম্প্রতি ঘোষিত এ কমিটি জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করেছে বলে জানা গেছে।
জেলা গণঅধিকার পরিষদের একটি সূত্র জানায়, নতুন কমিটির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, স্থানীয় নেতৃত্বকে সক্রিয় করা এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করা। উদীয়মান রাজনৈতিক চাহিদার প্রেক্ষাপটে উপজেলা পর্যায়ে সংগঠনের উপস্থিতি সুসংগঠিত করা সময়ের দাবি বলেও উল্লেখ করা হয়।
নবনির্বাচিত সভাপতি আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, “আমাদের লক্ষ্য বিশ্বম্ভরপুরের মানুষের অধিকার আদায়ে কাজ করা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়ন করা। সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূলকে আরও সক্রিয় করব।”
সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বলেন, “জেলা কমিটির নির্দেশনায় আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই। স্থানীয় সমস্যার সমাধান, তৃণমূল পর্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডে গতি আনা এবং ভিপি নূরের সৎ আদর্শ বাস্তবায়নই আমাদের মূল উদ্দেশ্য।”
সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম জানান, “কমিটির কার্যক্রম সুসংগঠিত রাখা ও সদস্যদের সম্পৃক্ত করাই হবে আমাদের প্রধান দায়িত্ব। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে আমরা পরিকল্পিতভাবে কাজ করব।”
নতুন কমিটির নেতারা জানিয়েছেন, অচিরেই পরিচিতি সভার আয়োজন করা হবে, যেখানে সদস্যরা তাদের দায়িত্ব, কর্মপরিকল্পনা ও স্থানীয় জনগণের সঙ্গে কাজের অঙ্গীকার তুলে ধরবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বಂಭরপুরে গণঅধিকার পরিষদের এই নতুন কমিটি স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং ভবিষ্যৎ নির্বাচন ও সামাজিক কর্মকাণ্ডে দলের প্রভাব আরও বৃদ্ধি করতে ভূমিকা রাখবে।


















