রুপনগর থানা যুবদলের মিছিল আমিনুল হককে ধানের শীষের প্রার্থী ঘোষণায় উচ্ছ্বাস
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে জননন্দিত নেতা জনাব আমিনুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করায় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ৩টায় রুপনগর থানা যুবদলের একক উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দুয়ারিপাড়া ৫ নং প্রশস্ত সড়ক থেকে শুরু হয়ে রুপনগর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণ করেন রুপনগর থানা যুবদলের নেতৃবৃন্দ ও কর্মীরা। সর্বোচ্চ সংখ্যক জনসমাগমে প্রমাণিত হয় যে, স্থানীয় জনগণ এবং তরুণ ভোটাররা আমিনুল হকের পক্ষে ঐক্যবদ্ধ ও উদ্দীপ্ত।
মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমিনুল হক ভাই আমাদের প্রেরণা। তার নেতৃত্বে ঢাকা-১৬ হবে আন্দোলন ও পরিবর্তনের দুর্গ।”


















