নিজস্ব প্রতিবেদক: ২৬ মে ২০২৫
রাজধানীর মিরপুর পল্লবী এলাকার সি ব্লকের ৬ নম্বর রোড, পুরাতন থানা রোডের ফুটপাত বাজারে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে মারধর করেছে উত্তেজিত জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পথচারীর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরে ফেলে লোকজন। এরপর শুরু হয় মারধর, পরে যুবকের হাত-পা বেঁধে ফেলা হয়।
এ সময় উপস্থিত এক মুরব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বড় বড় চোরদের যদি এভাবে ধরা পড়তো, তাহলে দেশে এত অভাব অনটন থাকতো না। আমাদের মাথায় অতিরিক্ত ট্যাক্সের বোঝা নিতে হতো না।”
ঘটনার পর পল্লবী থানার ওসির মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও কেউ ফোন রিসিভ করেননি বলে অভিযোগ স্থানীয়দের। পরে জনতা ওই যুবককে পাশের গলিতে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

















