রাজু আহমেদ: ঢাকা, (১৫ ডিসেম্বর)২০২৪ইং।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী সকল বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রদলের ত্যাগী নেতা ও বারবার আওয়ামী নির্যাতনের শিকার সাজিদ আহমেদ সুমন।
এক বিবৃতিতে তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যেসব অকুতোভয় বীর তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”
তিনি আরও উল্লেখ করেন, “স্বাধীনতার এই দেশে আজও গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের কবলে পড়েছে। আমি সেই সব শহিদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।”
সাজিদ আহমেদ সুমন দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবদান রেখেছেন। ফ্যাসিস্ট সরকারের সময় একাধিকবার কারাবন্দি হওয়ার পরও তিনি দমে যাননি এবং দেশের মানুষের অধিকার রক্ষায় লড়াই করে যাচ্ছেন।
শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।