মঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

রাঙ্গাবালীতে কৃষকদের ৫ বিঘা জমির ধান কেটে দিল ছাত্রলীগ

প্রতিবেদক
bangladesh ekattor
এপ্রিল ২৭, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ

রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৃষক মালেক মল্লিক ও সাইদুল খলিফা। তারা ৫ বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন। তবে করোনা শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছিলেন না। জমির পাকা ধান জমিতেই নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছিল।

এ পরিস্থিতিতে মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলা ছাত্রলীগের সভাপতি মু. কামরুজ্জামান শিবলীর নেতৃত্বে ছাত্রলীগের  ২০ থেকে ২৫ জন কর্মীরা রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৃষক মালেক মল্লিক ও সাইদুল খলিফার জমির ধান কেটে ঘরে তুলে দেন।

ধান কাটা কর্মসূচিতে ছাত্রলীগের সভাপতি মু. কামরুজ্জামান শিবলীসহ রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কৃষক মালেক মল্লিক ও সাইদুল খলিফা বলেন, শ্রমিক সংকটে জমির ধান কেটে ঘরে তুলতে না পেরে আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। ধান মাঠেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রখর রোদে রোজা রেখে তারা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মু. কামরুজ্জামান শিবলী বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ আজ কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে।
কৃষকের প্রয়োজনে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্হানীয়রা জানান, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ সবসময় অসহায় দরিদ্র মানুষের পাশে ছিল। সকলের বিপদে-আপদে পাশে এসে দাঁড়িয়েছে। আজকে কৃষকদের ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিয়েছে। আমরা আশা করছি রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।

এর আগে গত শুক্রবার অসহায় দরিদ্র মানুষদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করেন।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত