শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাতীয় পার্টির ইফতার আয়োজন পণ্ড, বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের প্রতিবাদ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ৮, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ

রাজু আহমেদ: প্রকাশিত ৮ মার্চ ২০২৫

ঢাকা, মিরপুর: রাজধানীর মিরপুরের পল্লবীতে জাতীয় পার্টির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল কর্মসূচি বাধার মুখে পণ্ড হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের প্রতিবাদে ব্যানার পুড়িয়ে শ্লোগান দেওয়া হয়, ফলে ইফতার আয়োজন বন্ধ হয়ে যায়।

শনিবার সন্ধ্যায় পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের অভিযোগ, জাতীয় পার্টি সরকারদলীয় আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে কাজ করছে এবং তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার হারিয়েছে। এ কারণে তারা কোনো ব্যানার-ফেস্টুন টাঙিয়ে রাজনৈতিক ইফতার মাহফিল আয়োজন করতে পারবে না।

জাতীয় পার্টির নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের অনুরোধ করেন যে তারা কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না এবং শুধুমাত্র ইফতার শেষে চলে যাবেন। তবে আন্দোলনকারীরা এ অনুরোধ উপেক্ষা করে জাতীয় পার্টিকে ‘ভুয়া, ভুয়া’ বলে শ্লোগান দিতে থাকে।

পরে সংবাদকর্মীরা উপস্থিত হলে বৈষম্য বিরোধী ছাত্রনেতারা তাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা ইফতার করতে পারেন, কিন্তু জাতীয় পার্টির নামে রাজনৈতিক ইফতার আয়োজন করা চলবে না।” তারা আরও বলেন, “আমাদের সব কেড়ে নেওয়া হয়েছে, তা হতে দেওয়া যাবে না।”

এ ঘটনায় জাতীয় পার্টির নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন কি বাংলাদেশ বৈষম্য মুক্ত, নাকি বৈষম্য যুক্ত?”

স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর ছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত