শুক্রবার , ৫ মার্চ ২০২১ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিথ্যা মামলায় আটক স্বামীর মুক্তির দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ৫, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/ শামীমা আক্তার:

ঢাকা: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতারক চক্রের মুলহোতা লুঙ্গি আলমকে গ্রেফতারের দাবী জানিয়েছেন তার পরিবার। শুক্রবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদসম্মেলনে এ দাবি জানান।

সংবাদসম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর হোসেনের স্ত্রী হাসিনা বেগম বলেন, আমার স্বামী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার নালঘর এলাকার ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন একজন উচ্চ শিক্ষিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। তিনি গত ১১ জানুয়ারি দুদক চেয়ারম্যান বরাবর প্রতারণা জালিয়াতির মাধ্যমে চৌদ্দগ্রামের জনগণের শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন আলমগীর কবির মুজুমদার ওরফে লুঙ্গি আলমের বিরুদ্ধে।

ঢাকা রিপোটার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে তুলা-ছবি: রাজু আহমেদ।

এর পরিপ্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার খিলক্ষেত থানায় আমার স্বামীর বিরুদ্ধে একটা মিথ্যা চাঁদাবাজি ও অপহরণ মামলা দেয় আলমগীর কবির মুজুমদার ওরফে লুঙ্গি আলম। মামলা দিয়ে আমার স্বামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এখানেই শেষ নয় পরবর্তীতে গত ৪ মার্চ চৌদ্দগ্রাম থানায় আরো একটি মিথ্যা নারী ও নির্যাতন মামলা দায়ের করে। স্বামীকে বন্দি করেও সে ক্ষান্ত হয়নি, লুঙ্গি আলমের ভাড়াটে লোকজন প্রকাশ্যে হত্যার হুমকি আমাদের দিয়ে যাচ্ছে।

আমি এখন আমার অসহায় সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। থানার কোনো সহায়তা আমরা পাচ্ছিনা। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, এ ভণ্ড প্রতারক লুঙ্গি আলমের সব অপকর্মের সুষ্ঠু তদন্ত করে আইনের মাধ্যমে বিচার করতে হবে। রাতারাতি আঙুল ফুলে কলাগাছ এই লুঙ্গি আলমের শতশত কোটি টাকা ও অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া। চৌদ্দগ্রাম তথা কুমিল্লার জনগনের মাঝে চলছে আলোচনার ঝড়। এই বিষয়ে চৌদ্দগ্রামের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবগত থাকলেও লুঙ্গি আলমের টিনের চশমা পড়ে থাকায় সেদিকে হয়তোবা নজর নেই। এসময় সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার আলমগীরের স্ত্রী হাসিনা বেগম, ভাতিজা মহসিন, ছোট ভাই ইউনুস ও বেলাল কান্নায় ভেঙে পড়েন।

সর্বশেষ - আওয়ামীলীগ