সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

১০ লাখ টাকা ঘরে? রিয়াদ নয়, প্রশ্নের মুখে থাকা উচিত ছিল গুলশানের সাবেক এমপিকেই!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ২৮, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

যার টাকা নেই, তার জন্য আইন কঠোর—যার কালো টাকার পাহাড়, তার নাগাল পায় না কেউ!

✍️ রাজু আহমেদ | ২৮ জুলাই ২০২৫

রাজধানীর অভিজাত গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসা থেকে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগে ছাত্রনেতা রিয়াদ ও তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে চলছে প্রচণ্ড মিডিয়া ট্রায়াল। অথচ খুব কমই প্রশ্ন তোলা হচ্ছে—কেন একটি বাসায় এত বিপুল পরিমাণ নগদ টাকা থাকবে?

আইন অনুযায়ী, বড় অঙ্কের অর্থ ব্যাংকে রাখাই বাধ্যতামূলক। তাহলে এই টাকা ঘরে কেন? সাবেক এমপি কিংবা তার স্বামীর আয়কর রিটার্নে কি এই অর্থ উল্লেখ ছিল? এসব প্রশ্নের উত্তর নেই, কারণ এদেশে যার টাকা আছে, তার জবাবদিহির প্রয়োজন হয় না।

রিয়াদের বিরুদ্ধে অভিযোগ—সে অর্থ নিয়েছে। কিন্তু কার কাছ থেকে? গরিব কৃষক, দোকানি, রিকশাচালকের কাছ থেকে নয়—বরং সেইসব লোকের কাছ থেকে, যারা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছে। কেউ বলছেন, এটা চাঁদাবাজি; কেউ বলছেন, রাজনৈতিক চাঁদা আদায়। তবে আরেকটি দৃষ্টিকোণ বলছে—এটা দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনের সাহসী পদক্ষেপ।

আরও বিস্ময়কর তথ্য হচ্ছে—ঢাকার মিরপুরে আছেন এক প্রভাবশালী উপ- সচিব, যিনি আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার আত্মীয় পরিচয়ে পরিচিত। তার মালিকানায় রয়েছে অন্তত ৩০টি বাড়ি, বহুতল ভবন ও মার্কেট। অনেক ভবন গড়ে উঠেছে রাজউকের অনুমোদন ছাড়াই, সরকারি জমি দখল করে।

একটি জাতীয় দৈনিক তার একটি ভবন নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে সেই সংবাদ সরিয়ে ফেলতে বলা হয়। সেই উপ- সচিব নিজেই জানেন না তিনি ঠিক কত কোটি টাকার মালিক। তার রয়েছে একাধিক ম্যানেজার, ড্রাইভার, দারোয়ান—যেন এক ব্যক্তিগত প্রশাসন!
তার নাম আবু সাইদ মোল্লা। স্থানীয়রা বলেন, আবু সাইদের রয়েছে, জিনজিয়ান চাইনিজ রেস্টুরেন্ট, ‘ভুতের বাড়ি’, ‘অরিজিনাল ১০ ভবন, মিরপুর-১২-তে রেস্টুরেন্ট বিল্ডিংসহ নানা নামে-বেনামে তার রয়েছে একাধিক ভবন। অধিকাংশই নির্মাণ করা হয়েছে নকশাবহির্ভূতভাবে। প্রশ্ন জাগে—এসব ভবনের কোটি কোটি টাকার উৎস কোথা থেকে এলো?

দুর্নীতি দমন কমিশন কি তার বিরুদ্ধে কোনো অনুসন্ধান চালিয়েছে? কোনো গণমাধ্যম কি অনুসরণ করেছে এই কেলেঙ্কারি? না। কারণ তার টাকা আছে, প্রভাব আছে, রাজনৈতিক ছত্রছায়া আছে।

এটাই আমাদের রাষ্ট্রযন্ত্রের নির্মম বাস্তবতা—যার টাকা নেই, তার জন্য কঠোর আইন; আর যার আছে অর্থ ও রাজনৈতিক পরিচয়, তার জন্য বিছানো থাকে সুরক্ষার চাদর।

রিয়াদের পরিবার একটি একতলা ঘর নির্মাণ করছে—এটাই তার ‘অপরাধ’ হিসেবে তুলে ধরা হচ্ছে! অথচ যারা সরকারি জমি দখল করে অট্টালিকা বানিয়েছে, রাষ্ট্রীয় লোন তুলে আত্মসাৎ করেছে, বিদেশে অর্থ পাচার করেছে—তাদের আজও কেউ ছুঁয়ে দেখেনি।

রিয়াদ ও তার সহযাত্রীরা যদি বেআইনি অর্থ আদায় করে থাকে, তা হলে তা আইন অনুযায়ী বিচারযোগ্য অপরাধ। কিন্তু সেই বিচারের নামে একপেশে প্রচার, মিডিয়া বিদ্বেষ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দমন—এটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন।

রাষ্ট্রের শত শত কোটি টাকার আসল লুটেরারা যখন বুক ফুলিয়ে চলাফেরা করে, তখন রিয়াদের মতো ছোট পরিসরের ঘটনাকে বড় করে প্রচার আসল অপরাধীদের আড়াল করে।

এখন সময় এসেছে গণমাধ্যম, তদন্ত সংস্থা ও নাগরিক সমাজের পক্ষ থেকে প্রশ্ন তোলার—
শুধু রিয়াদ নয়, বরং দুর্নীতির পাহাড় গড়া, কালো টাকা সঞ্চয়কারী, রাষ্ট্রীয় লুটেরাদেরও জবাবদিহির আওতায় আনা হবে কি না?

উল্লেখ্য, আবু সাইদ মোল্লা আওয়ামী লীগ সরকারের সময়েই পুরো সময় গুরুত্বপূর্ণ পদে ছিলেন। স্থানীয়রা বলছেন, এখন তিনি এলাকা থেকেও গা ঢাকা দিয়েছেন।

শুধু মধ্যবিত্ত বা দরিদ্র পরিবার থেকে উঠে আসা তরুণদের নিশানা করে আইনের কঠোরতা প্রমাণ করলে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা নষ্ট হবে।

প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে—আঘাত হানতে হবে দুর্নীতির মূল উৎসে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবী থানা যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ

মিরপুর ১২, মদের বারে সুনসান নীরবতা,রমজানের প্রভাব, নাকি ভেতরের টানাপোড়েন?

পল্লবীতে সৎ মায়ের হাতে মেয়ে খুন’ বাবা’মা আটক

ঈদের আগেই’ বিএনপির নতুন কমিটির ঘোষণা হতে পারে; আলোচনায় যারা

কুষ্টিয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের অভিযান: ২২ লাখ টাকা জরিমানা

খেলাধুলাকে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই : আমিনুল হক

যে ১০ জেলা ও মহানগরে কমিটি ঘোষণা বিএনপি’র

৭ দিনের সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে

পল্লবী পুরান থানা রোডে নকশা বহির্ভূত সাততলা ভবন: ঝুঁকিপূর্ণ লোহার সিঁড়ি ও ভবন থেকে পড়ে মৃত্যুফাঁদের শঙ্কা!

বিএনপি নেতার পা ছুঁয়ে সালাম, ক্লোজড মিরপুরের ট্রাফিক সার্জেন্ট আরিফুল