বিএনপি নেতার উপর হামলার নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা স্থানীয় চেয়ারম্যান মতিয়ার রহমান নিজেই।
রাজু আহমেদ | ঢাকা, ১ জুলাই:
নড়াইলের লোহাগড়া উপজেলার আলোচিত বিএনপি নেতা মিরাজ ফকিরের ডান হাত কেটে নেওয়ার মামলার প্রধান আসামী ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান (৫১) রাজধানীর রূপনগর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
রূপনগর থানার ওসি মোকাম্মেল হক জানিয়েছেন, “লোহাগড়া থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি। আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।”
২০২৫ সালের ২৭ এপ্রিল রাতে কাশিপুর গ্রামে মিরাজ ফকিরের ওপর নৃশংস হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এজাহারে অভিযোগ, হামলার নেতৃত্ব দেন স্থানীয় চেয়ারম্যান মতিয়ার রহমান নিজেই।
মামলায় তার বিরুদ্ধে যে ধারাগুলোতে অভিযোগ আনা হয়েছে তা হলো—অবৈধ জমায়েত, জোরপূর্বক প্রবেশ, অপহরণ, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, নারী লাঞ্ছনা, ভাঙচুর, লুটপাট, হুমকি এবং অপরাধে সহায়তার অভিযোগ (দফায় দফায়: দণ্ডবিধির ধারা ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩৪২, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩৫৪, ৪২৭, ৩৮০, ৫০৬, ১১৪, ৩৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতিয়ারের বিরুদ্ধে লোহাগড়া থানায় আরও অন্তত ১০টি ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে দুর্নীতি, চুরি, বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও হামলার মতো গুরুতর অভিযোগ।
মিরাজ ফকিরের পরিবার বলছে, “এটা কেবল রাজনৈতিক হামলা নয়, এটা মানবতাবিরোধী কাজ। একজন চেয়ারম্যান হয়েও এমন বর্বরতা—আমরা বিচারের প্রত্যাশায় আছি।”