রবিবার , ৭ জুলাই ২০১৯ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ব্যর্থতার সব দায় আমার : দেশে ফিরে মাশরাফি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৭, ২০১৯ ১০:০০ অপরাহ্ণ
ব্যর্থতার সব দায় আমার : দেশে ফিরে মাশরাফি

অনলাইন ডেস্কঃ
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে মন খারাপ করেই দলবল নিয়ে দেশের মাটিতে পা রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। গোটা টুর্নামেন্টে বাংলাদেশ তিন ম্যাচ জিতলেও পাকিস্তানের কাছে লজ্জাজনক হারে ক্ষুব্ধ গোটা দেশ। বিশ্বকাপ শেষ করতে হয়েছে ৮ম স্থানে থেকে। এটাও লজ্জার। আজ রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে নেমে বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টাইগার অধিনায়ক স্বীকার করেছেন, টুর্নামেন্টে দল প্রত্যাশ পুরণ করতে ব্যর্থ হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘অধিনায়ক হিসেবে ব্যর্থতার সব দায় আমার। আমার জায়গায় অন্য কেউ হলেও এমনটিই করত। গোটা বিশ্বেই আমার পারফর্মেন্স নিয়ে আলোচনা হচ্ছে। এটি হতেই পারে। তবে সামগ্রিক বিচারে অনেক ক্ষেত্রেই আমরা অপেক্ষাকৃত ভালো পারফর্মেন্স করেছি। আমি অবশ্যই পুরো দায়ভার নিচ্ছি। এটাও বলব, সমালোচনা হয়েছে, হবেই। বিশেষ করে কোনো টুর্নামেন্ট শেষে এটা হবেই। আর বিশ্বকাপের পর হওয়াটাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘যে প্রত্যাশা আমাদের ছিল সেটি হয়নি। এ জন্য আমি হতাশ। বিশ্বকাপে আমি নিজের প্রত্যাশাও পূরণ করতে পারিনি। আমরা সেমিফাইনালে যেতে পারিনি। সামিগ্রকভাবে আমাদের খেলার ধরন দেখলে বুঝা যায় যে আমরা ইতিবাচক পথেই হাঁটছি। তবে দলের যে উচ্ছাসা ছিল সেটি পূরণ করতে পারিনি। তবে এটাও বলব, কিছু জিনিস আমাদের পক্ষে থাকলে আমাদের দল আজ অন্য জায়গায় থাকতেও পারত।’

উদাহরণ দিয়েই মাশরাফি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে আমাদের সুযোগ ছিল। যে ম্যাচটি দিয়ে হয়তো আমরা সেমি-ফাইনালে পৌঁছাতে পারতাম। কিন্তু সাকিব ছাড়া বাকি সবার ব্যাটিং ও বোলিংয়ের ধারাবাহিকতায় ঘাটতি ছিল। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যেরও সহায়াতর প্রয়োজন হয়। যেটি পাওয়া যায়নি। বৃষ্টির কারণে আমরা এক সপ্তাহ খেলতে পারিনি। যার সুযোগ নিয়েছে প্রতিপক্ষ।’

বাংলাদেশ অধিনায়কের মতে পাকিস্তানের কাছে হারটি দলকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, সবার ধারণা ছিল আমরা চতুর্থ স্থানে থাকতে পারব। পাকিস্তানের বিপক্ষে জয় পেলে অন্তত তালিকার পঞ্চম স্থানে জায়গা হতো। কিন্তু এখন গোটা বিশ্বকাপই অর্থহীন হয়ে গেছে।’

চলতি মাসের শেষভাগে শ্রীলংকা সিরিজের আগে কিছুদিন বিশ্রামে কাটাবে জাতীয় দলের সদস্যরা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন না সংস্কার’ শীর্ষক সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

জঙ্গি সংগঠনের প্রধান মুফতি হান্নানের ভাই, জঙ্গি নেতা মুন্সি ইকবাল গ্রেফতার

মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও সহযোগী তৈয়বসহ ০৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

দেশ ও জনগোষ্ঠীর উন্নয়নে গতির ভূমিকা অপরিহার্য : বিএনপি নেতা জিল্লুর রহমান

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৬৫. ৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক জব্দ।

বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছেন দুই শীর্ষ পুলিশ কর্মকর্তা; বরখাস্ত হলেন দুই কনেষ্টবল

বিএনপির বিতর্কিত নেতা নিজাম উদ্দিন দলীয় কর্মকান্ড থেকে তিন মাসের জন্য স্থগিত

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, ভিডিও ভাইরাল

জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতা সিদ্দিক বিশ্বাস আটক

হাসপাতালে মৃত মায়ের বুকে শিশু, চিকিৎসায় অবহেলার অভিযোগ