শামীমা আক্তারঃ
ঢাকা আশুলিয়া এলাকা হতে ১২৮৪ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।
০৬ জুলাই ২০২১ইং তারিখ রাত আনুমানিক পৌনে টার দিকে গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন মধ্যচারাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ১২৮৪ পিস ইয়াবা এবং মাদক বিক্রিত নগদ-৪,৬২০/- টাকাসহ নিম্নোক্ত ০২ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
দুই মাদক ব্যবসায়ী হলো (১) মোঃ নুরুল ইসলাম (৩৬),
(২) মোঃ শরীফুল ইসলাম (২২), উভয় জেলা- ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।