নিজস্ব প্রতিনিধি: বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন দৈনিক সকালবেলার মফস্বল সম্পাদক সাজিদুর রহমান সজিব।
গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনলাইনে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম মনি ও নির্বাচন কমিশনার শাহরিয়ার মাসুদ এক বছর মেয়াদী ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে দৈনিক বাংলাদেশ জার্নালের সাব-এডিটর মো. নাজমুল হোসেন সভাপতি, বাংলা বায়ান্ন নিউজের প্রতিবেদক জাফর ইকবালকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার (২৪ এপ্রিল) কমিটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অনুমোদন দেন “বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস)” এর প্রধান উপদেষ্টা ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার মাসুদ, সহ-সভাপতি তাছিন জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ও তায়েব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এবি আরিফ, দপ্তর সম্পাদক শাওন হুসাইন,উপ-দপ্তর সম্পাদক মো. সম্রাট, অর্থ সম্পাদক মকিবুল মিয়া, উপ-অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক কাবুল মল্লিক বাবু, উপ-প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মো. হোসাইন ইসলাম, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, নারী বিষয় সম্পাদক মুসাররাত রহমান চৈতী, উপ-নারী বিষয়ক সম্পাদক নাজনীন নাহার। এছাড়াও কার্যনির্বাহী সদস্য সোহেল রানা,সাজরাতুল হাসান সাকিব, মোহাম্মদ আফাজ উদ্দিন,আরিফুল ইসলাম প্রমিল।