বাংলাদেশ একাত্তর.কমঃ মানিক হাসান
ডিএমপির পল্লবী থানাধীন এলাকা থেকে জুয়েল মল্লিক (৩১), নামে এক শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।,
বৃহস্পতিবার (০২জুলাই), রাতে র্যাব-৩ থেকে পাঠান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।,

শর্টগান ও গুলিসহ র্যাব-৩ এর হাতে আটকঃ
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড় নয়টায় পল্লবী থানাধীন এলাকা সাগুফতা হাউজিং এর সামনে অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল। অভিযানে একটি মাইক্রোবাস তল্লাশী করা হয়।, এ সময় চালক জুয়েল মল্লিককে একটি শর্টগান, ১১ রাউন্ড গুলিসহ আটক করা হয়।,
আসামিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানায়, আসামি জুয়েল অস্ত্র ও গুলি তার নিজের বলে দাবি করেন। তবে এ সংক্রান্ত বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র্যাব-৩।,