নিজস্ব প্রতিবেদক/প্রকাশিত: ২৩ মে ২০২৫
রাজধানীর মিরপুরের আলোচিত মিল্লাত ক্যাম্প ঘিরে ফের তোলপাড়—ছাত্র হত্যাকাণ্ডের পেছনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত রাজনৈতিক দালাল ‘কালা পাপ্পু’র সিন্ডিকেট থেকে গ্রেফতার হয়েছে একাধিক নারী মাদক কারবারি।
গতকাল ২৩ মে রাতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মিল্লাত ক্যাম্প এলাকায় হানা দিয়ে এক নারীসহ অন্তত দুজনকে হেরোইন, ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য আলামত। অভিযুক্ত নারীরা কালা পাপ্পুর মাদক-অস্ত্র সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং পল্লবীর কুখ্যাত নারী মাদক ডিলার আনোয়ারির ঘনিষ্ঠ সহচর বলেও জানা গেছে।
সেনা-পুলিশ অভিযানের সময় ধরা পড়ে আনোয়ারির ছেলের দুই স্ত্রী—যারা দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ ও এলাকার মাঠপর্যায়ের সিন্ডিকেট চালাচ্ছিল। অভিযান শেষে তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
রাজনীতি ও অপরাধের দাহি সংযোগ
স্থানীয়রা জানিয়েছেন, কালা পাপ্পু ও তার অনুসারীরা রাজনৈতিক ছত্রচ্ছায়া কাজে লাগিয়ে মিরপুর-মিল্লাত এলাকায় একটি শক্তিশালী মাদক ও অস্ত্র সিন্ডিকেট গড়ে তোলে। তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদের উপর হামলার ঘটনার পেছনেও ছিল এই চক্র। ওই হামলায় বহু শিক্ষার্থী আহত হয়, অনেকে স্থায়ীভাবে পঙ্গু হন—এমনকি কয়েকজন প্রাণও হারান।
তারপরও, কালা পাপ্পু ও তার চক্র দিব্যি এলাকায় আধিপত্য বিস্তার করে যাচ্ছে। মাদক ব্যবসা থেকে শুরু করে অস্ত্রের জোগান—সবই চলে রাজনৈতিক ছাতার নিচে।
আইনশৃঙ্খলা বাহিনীর হুঁশিয়ারি
পল্লবী থানার একজন তদন্ত কর্মকর্তা বলেন, “ওসি স্যারের নির্দেশে এবার কোনো তদবিরে কাজ হবে না। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান কঠোর ও নিরপেক্ষ হবে। আইনের হাত এবার দীর্ঘ হবে।”
স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, শুধু গ্রেফতার নয়, এই চক্রের মূলোচ্ছেদ জরুরি। নয়তো রাজধানীর একপ্রান্তে থেকে পুরো শহরে ছড়িয়ে পড়তে পারে এই ভয়ঙ্কর অপরাধচক্রের শিকড়।