শুক্রবার , ৫ এপ্রিল ২০১৯ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়নের মহিলা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ৫, ২০১৯ ১২:৪১ অপরাহ্ণ

 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি; পটুয়াখালী কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার,
বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের বিশেষ বিজিএফসহ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ গুরুতর অভিযোগ এনে সংরক্ষিত মহিলা মেম্বার শাহানারা বেগম শানুর  বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়নের মহিলা
মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গতবুধবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার বলেন, শাহানারা বেগম শানু – দু:চরিত্র, প্রতারক, হৃদয়হীন। সরকারের সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচির বিভিন্ন সুবিধাভোগী মানুষের কাছ থেকে মহিলা মেম্বার কুট কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নেয়।চেয়ারম্যান আরও জানান, মাতৃত্বকালীন ভাতাভোগীদের তালিকা করতে তিনি মহিলা মেম্বারদের দায়িত্ব প্রদান করেন। এসময় ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার শাহানারা প্রত্যেক গর্ভবতী নারীদের কাছ থেকে ২৫০০ করে টাকা আদায় করেন। এদের মধ্যে দুইজন নারী আয়শা ওরফে খুকুমনি ও রেখা পারভিন টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং তাঁরা চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। চেয়ারম্যান এনিয়ে মহিলা মেম্বারকে তিরষ্কার করেন এবং সকলের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন।

এতে ক্ষিপ্ত হয়ে শাহানারা বেগম অতিসম্প্রতি ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে আয়শাকে চুলের মুঠি ধরে জুতাপেটা করে। ইউপি চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ছাড়া বাল্যবিয়ে ঠেকানোর নাম করে ১০-১২ হাজার টাকা হাতিয়ে নেয়। এসব ঘটনার প্রতিবাদ এবং আইনি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ছাড়াও চেয়ারম্যানসহ ১০ জন মেম্বার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান জানান, তিনি এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। পেলে তদন্ত স্বাপেক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন। অভিযুক্ত মহিলা মেম্বার শাহানারা বেগম জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। বরং তিনি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগন্ডা ছড়াচ্ছেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত