৫ আগস্ট ফ্যাসিস্ট বিদায়ের স্মৃতি উদযাপন ও জুলাই সনদ উৎসব: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটে বিশাল সমাবেশ
মেরিল্যান্ড (যুক্তরাষ্ট্র), ৬ আগস্ট ২০২৫
৫ আগস্ট ‘ফ্যাসিস্ট বিদায় দিবস’ ও ‘জুলাই সনদের মহান স্মৃতি’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সভা, সমাবেশ, র্যালি ও গঠনমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মেরিল্যান্ড স্টেট বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করে, যার মধ্যে সমাবেশ, কমিউনিটির মাঝে খাবার বিতরণ এবং সাংগঠনিক সভা উল্লেখযোগ্য।
সাইদ খানের সভাপতিত্বে বিশাল সমাবেশ
মেরিল্যান্ড স্টেট বিএনপির সভাপতি জনাব সাইদ খান-এর সভাপতিত্বে এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সমাবেশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও স্কুল অব লিডারশিপ-এর সভাপতি গোলাম রাব্বানী নয়ন বাঙালি।
বিশেষ অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেরিল্যান্ড স্টেট বিএনপির সাবেক সভাপতি নেসার আহমেদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবলু, কাউন্টি বিএনপির সভাপতি বিটান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ, তরুণ সংগঠক তানভির হাসান, মহিলা নেত্রী আফরিন লিয়ানা, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মোতালেব মামুন, প্রচার সম্পাদক মোঃ রায়হান।
নয়ন বাঙালির দৃঢ় উচ্চারণ: মিছিল নয়, আদর্শ ধারণ করে লড়াই করতে হবে,”
প্রধান অতিথির বক্তব্যে নয়ন বাঙালি বলেন,“স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন। আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি, সুষ্ঠু নির্বাচনের দাবি তুলেছি। ইনশাআল্লাহ, সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে। কিন্তু কাংখিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজন উন্নত মানসিকতা, সততা ও দলের মূলধারার চিন্তার সাথে সামঞ্জস্য রেখে পথচলা।”
তিনি বলেন,“শুধু মনোনয়ন পাওয়া কিংবা তারেক রহমানের নামে মিছিল করলেই চলবে না। তারেক রহমানের দৃষ্টি-ভঙ্গি ও চিন্তা-চেতনাকে আত্মস্থ করে মাঠে থাকতে হবে। ধানের শীষ কেবল নির্বাচন প্রতীক নয়— এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মজলুম জননেতা মাওলানা ভাষানী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পবিত্র আমানত। এই প্রতীকের মর্যাদা বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে।”
দলকে এগিয়ে নিতে প্রয়োজন ঐক্য ও শৃঙ্খলা
নয়ন বাঙালি আরও বলেন,“কর্মী বাহিনীকে উন্নত মানসিকতা ও আচার-আচরণে পরিবর্তন আনতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থে কাজ করতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা জয়ী হবো— এই আত্মবিশ্বাস ও ঐক্য ধরে রাখতে হবে।”
কমিউনিটির মাঝে খাবার বিতরণ ও মানবিক কর্মসূচি
অনুষ্ঠান শেষে মেরিল্যান্ডের বিভিন্ন কমিউনিটিতে খাবার বিতরণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, মানবিক কাজেও বিএনপির প্রবাসী নেতাকর্মীরা সক্রিয় থাকবেন।