বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্বৈরাচারী শাসনের বলি: নির্যাতনের শিকার মাহমুদুর রহমান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ২, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

রাজু আহমেদ ২ জানুয়ারি ২০২৫

“আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বহুবার আওয়ামী স্বৈরাচারী শাসনের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। সাহসী সাংবাদিকতার প্রতীক হয়ে উঠা এই সম্পাদককে জেল-জুলুম, মারধর, এবং কোর্টের বারান্দায় রক্তাক্ত অবস্থায় দাঁড়াতে হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে তার উপর যে নির্যাতন হয়েছে, তা শুধু ব্যক্তিগত নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার উপর একের পর এক আঘাত।

মাহমুদুর রহমানের বিরুদ্ধে আনা হয় মিথ্যা মামলা। জেলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। বারবার আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি বারান্দায় রক্তাক্ত হন। তার “আমার দেশ” পত্রিকা বন্ধ করে দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা চালানো হয়েছে।

একজন সাহসী সাংবাদিক হিসেবে তিনি কখনও আপস করেননি। জনগণের পক্ষে কথা বলার কারণে তাকে বারবার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তার বিরুদ্ধে যে দমননীতি প্রয়োগ করা হয়েছে, তা কেবল ব্যক্তিগত প্রতিহিংসার বহিঃপ্রকাশ নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার উপর সরাসরি আঘাত।

মাহমুদুর রহমানের সাহসিকতা ও প্রতিজ্ঞা তাকে অন্যদের কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেছে। তিনি বলেন, “সত্যের পথে থেকে যারা লড়াই করেন, তাদেরকে দমন করা যায় না। গণমাধ্যমের কণ্ঠ কখনও স্তব্ধ হবে না।”

তার এই লড়াই শুধু একজন ব্যক্তির নয়, বরং গোটা জাতির বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। স্বৈরাচারের দাবানলে পুড়ে যাওয়ার পরেও তিনি জনগণের পক্ষে দাঁড়িয়ে থেকেছেন, যা তাকে ইতিহাসে এক সাহসী চরিত্র হিসেবে স্থান দিয়েছে।

তবে, মাহমুদুর রহমানের মতো সাংবাদিকদের উপর এই নির্যাতন কি কখনও থামবে? গণমাধ্যমের কণ্ঠরোধ করার এই প্রচেষ্টা কি আমাদের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে না? এসব প্রশ্নের উত্তর পেতে দেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ: মৎস্য সুরক্ষা ও সংশোধন অধ্যাদেশসহ আরো চারটি খসড়ার অনুমোদন

এন’সি’সি ব্যাংকের ম্যানেজার ব্যবস্থাপকসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক উদ্যোগে বিজিবি

ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না বিএনপি: আমিনুল হক

৪৫ বছরে গোপালগঞ্জে উন্নয়নের বদলে লুটপাট : শেখ সেলিমের ‘অভিজাত সাম্রাজ্য’ বনাম জনগণের বঞ্চনা

পল্লবীর বর্ণক ক্লাবের ভিতরে আগুন

জামিনে থাকা অবস্থায় সম্পাদক প্রান্ত পারভেজ আটক: নিন্দা ও প্রতিবাদ মিরপুর প্রেসক্লাবের

“করিডোর নয়, গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে দেশ চলবে: সেনাপ্রধান”

জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতা সিদ্দিক বিশ্বাস আটক

রূপনগরে ছেলের হাতে মা খুন!