নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশ একাত্তর.কম
রাজধানীর পল্লবীতে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ছাত্রলীগের এক নেতা গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত ওই নেতার নাম আল আমিন। তিনি পল্লবী ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, নারী নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আল আমিনকে রোববার পল্লবী থানার এসআই এনায়েত পাহাড় গ্রেফতার করেন।
আল আমিনের স্ত্রী সালমা সুলতানা গণমাধ্যমকে বলেন, “আমাদের বিয়ে হয়েছে প্রায় তিন বছর। বিয়ের পরই জানতে পারি, সে মাদক কেনাবেচায় জড়িত। বহুবার পুলিশের হাতে ধরা পড়েছে, আমিই গিয়ে ছাড়িয়ে এনেছি। সে বিভিন্ন মাদক স্পট নিয়ন্ত্রণ করে, এবং অনেক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “বিয়ের কিছুদিন না যেতেই সে ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। যৌতুক না দেওয়ায় আমাকে একাধিকবার মারধর করে। একবার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে বিচার চাইতে গেলে সেখানেও সে আমাকে মারধর করে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”
সালমা জানান, মামলা দায়েরের পর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। “তার প্রভাবশালী লোকজন বাসায় এসে ভয়ভীতি দেখাচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য,” বলেন তিনি।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আল আমিনের বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদকের পাশাপাশি জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কামাল পাশা বলেন, “আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে সত্যতা মিললে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তার বিরুদ্ধে একটি চিঠিও ইস্যু করা হয়েছে।”
পল্লবী থানা ছাত্রলীগের সভাপতি জুম্মন জানান, “আমরা বিষয়টি জেনেছি, এখনই খোঁজখবর নিচ্ছি। আইনগত প্রক্রিয়ার পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।”
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, “আল আমিনের নামে নারী নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”


















