আওয়ামী নেতাদের আশ্রয়-প্রশ্রয় ও দলের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সংগঠন থেকে বহিষ্কার
রাজু আহমেদ, প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫
অসহায় মানুষকে মারধর, চাঁদাবাজি, স্থানীয় ব্যবসায়ীদের হয়রানি এবং আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের নেতা বশিরকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার পত্র
দলের অভিযোগ, দীর্ঘদিন ধরে বশির শ্রমিকদলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোর পাশাপাশি চাঁদাবাজি ও দলে বিভাজন সৃষ্টির চেষ্টা করছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগসাজশ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
সম্প্রতি বাংলাদেশ একাত্তর নিউজ পোর্টালে চাঁদাবাজি ও ব্যবসায়ীকে মারধরের সংবাদ প্রকাশের পর বিষয়টি আরো স্পষ্ট হয়। মাত্র দুই দিনের ব্যবধানে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। শ্যালক আওয়ামী লীগ নেতা সেকেন্দারকে সাথে নিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছিলেন। যা দলের ভাবমূর্তি খুন্ন হয়।
শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কারের ফলে বশির শ্রমিকদলের সঙ্গে আর কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না।