রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আ. লীগের মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর শঙ্কা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২০, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক| প্রকাশ: রবিবা, ২০ এপ্রিল, ২০২৫,

রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনের সময় গত কাল শনিবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে পুলিশ যদি ব্যর্থ হয়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “আগামীতে আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।” তার এ বক্তব্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সরকারের প্রতিশ্রুতির একটি অংশ হিসেবে বিবেচিত।

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতারা পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

এছাড়া, শুক্রবার রাজধানীর উত্তরা ও অন্যান্য স্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়। এই প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আন্তরিকভাবে কাজ করছি।”

পুলিশ সদস্যদের বদলির বিষয়েও তার বক্তব্য ছিল। তিনি বলেন, “যে পুলিশ সদস্যরা বদলির পরও পূর্বের স্থানে রয়েছেন, তাদের বিষয়ে যদি নির্দিষ্ট অভিযোগ ওঠে, তবে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বদলির ক্ষেত্রে সাধারণ পুলিশ সদস্যদের একই বিভাগে রাখা যেতে পারে কিনা, সে বিষয়ে আমরা সচেতন। কারণ, পরিবারের সঙ্গে দূরে থাকলে তাদের ছুটির সংখ্যা কমে যায়, যা আমাদের বিবেচনায় রাখতে হবে।”

এ ঘটনাগুলো দেশের রাজনৈতিক পরিস্থিতির সংকটসহ জনগণের মাঝে এক ভিন্ন মাত্রার উদ্বেগের সৃষ্টি করেছে। জনমনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সরকারের কার্যক্রমের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান উঠছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রূপনগরে সন্ত্রাসীরা চাঁদা নিয়ে ক্ষ্যান্ত হননি, অবশেষে বাড়ীটি দখলের পায়তারা

পল্লবী থানা বিএনপিতে নতুন উদ্যোগ: সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত!

মব জাস্টিসের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি গোষ্ঠী: আমিনুল হক

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি: প্রধান উপদেষ্টা

ভারতীয় গণমাধ্যম মিথ্যা ও অপপ্রচারে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় : আমিনুল হক

রাজনৈতিক হস্তক্ষেপে প্রশাসন পঙ্গু

কৃষকলীগ নেতার চাঁদাবাজি-লুটপাট বাণিজ্য; থানায় অভিযোগ

খুলনায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক

দলবাজির পেটোয়া এবার শিক্ষার কাণ্ডারি?

সাদা মনের মানুষ হাজ্বী আব্বাস উদ্দিন