বুধবার , ১ জানুয়ারি ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিশাল শোডাউন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

রাজু আহমেদ: ১ জানুয়ারি ২০২৫,

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিশাল শোডাউনের আয়োজন করেছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনানের নেতৃত্বে আয়োজিত এই শোডাউনে কেন্দ্রীয় নেতাসহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শোভাযাত্রাটি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছে। সেখানে তারা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ছাত্রদল নেতা সালেহ মোঃ আদনান বলেন, “আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে। দেশের জনগণ আগামী নির্বাচনে বিএনপিকেই চায়, কারণ বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এ দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব। ইতোমধ্যেই জনগণ এ সংস্কারের বিষয়বস্তু ইতিবাচকভাবে গ্রহণ করেছে।”

নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত ছিলেন। তাদের স্লোগান ছিল, “শুভ শুভ শুভদিন, ছাত্রদলের জন্মদিন”, “তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”, “এই মুহূর্তে দরকার, নির্বাচিত সরকার”।

শোডাউনে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাবেক ছাত্রনেতা সাজিদ আহাম্মেদ সুমন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর সানি, সহ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, ওলিউদ্দিন ওলি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ সিকদার, মেহেদী হাসান সোহাগ, মোঃ শামীম আকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুহান, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, মেহেদী হাসান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সজিব হাওলাদার, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, সাবেক সহ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মঞ্জু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিনসহ কেন্দ্রীয় এবং ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা।

ছাত্রদলের নেতারা জানান, এই প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তাদের আগামী আন্দোলন ও পরিবর্তনের অঙ্গীকার। তারা বিশ্বাস করেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

সর্বশেষ - আইন ও আদালত