মিরপুর প্রতিনিধিঃ ৭ জুলাই ২০২৫
প্রতি বছরের মতো এবারও পবিত্র আশুরা উপলক্ষে ও ইমাম হুসাইন (রাঃ)সহ শোহাদায়ে কারবালার স্মরণে ১০দিন ব্যাপী খতমে কোরআন, তাসবিহ-তাহলিল, জিকির-আসকার ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ ৩২নং ওয়ার্ড শাখা,জেনেভা ক্যাম্প কমিটি।
আরবি মাস মহররমের ১ তারিখ থেকে শুরু হয়ে সংগঠনটির এসব কার্যক্রম চলে গতালল ১০ই মহররম আশুরা পর্যন্ত। সোমবার (৭ জুলাই) জেনেভা ক্যাম্পের মসজিদে বিল্লালে তাসবিহ-তাহলিল, জিকির-আসকার ও মিলাদ মাহফিলের মাধ্যমে এই কার্যক্রম সমাপ্ত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ কাশেম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর হোসেন, বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবির প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: কাশেম ও মোহাম্মদ হুসাইন। ১০দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের অহ্বায়ক ও সদস্য সচিব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।