ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রশাসনিক কারণে সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে মিরপুর ট্রাফিক বিভাগ থেকে ডিএমপি সদর দফরে সংযুক্ত করেছে।
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার ৭ই নভেম্বর ২০২৫
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন ট্রাফিক সার্জেন্টকে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) এক অফিস আদেশে মিরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দফরে প্রশাসনিক কারণে সংযুক্ত করা হয়।
গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাস বলেন, “পুলিশ সদস্য সার্জেন্ট আরিফুল ইসলাম অন ডিউটিতে থাকা অবস্থায় এ ধরনের কাজ করতে পারেন না। আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।”
সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রিজভী শেরে বাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান। মাজার থেকে ফিরে যাওয়ার সময় তিনি গাড়িতে ওঠার মুহূর্তে সার্জেন্ট আরিফুল ইসলাম জনসমক্ষে তার পা ছুঁয়ে সালাম করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
পরবর্তীতে সন্ধ্যায় ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ট্রাফিক মিরপুর জোনে কর্মরত সার্জেন্ট আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দফরে সংযুক্ত করা হয়েছে।


















