শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল- আফাজ উদ্দিন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ১১, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

জাকির হোসেন | ১১ জুলাই ২০২৫

জনগণের সাথে যাদের কোনো সম্পৃক্ততা নেই, সেইসব রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র ও যুবনেতা মুহাম্মদ আফাজ উদ্দিন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টরের জনপথ রোডে বিএনপির এক বৃক্ষরোপণ কর্মসূচি পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “কিছু ইসলামি দল ও কিছু নতুন রাজনৈতিক দল, যাদের ওপর জনগণের কোনো আস্থা নেই, যারা কখনো জনগণের পাশে ছিল না, তারাই আজ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। নির্বাচন সঠিক সময়েই, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।”

আফাজ উদ্দিন আরও বলেন, “নির্বাচনকে ঘিরে কোনো ধরনের চক্রান্ত দেশের জনগণ কখনো মেনে নেবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের জবাব দেবে। বিএনপি ভয় পায় না, বরং প্রস্তুত হয়েই মাঠে আছে।”

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, “তারেক রহমান ইতোমধ্যে বলেছেন, তিনি দেশে ফিরলে বাংলাদেশে আমূল পরিবর্তন আসবে। যেসব মহল বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারাই আগে থেকে প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে। অথচ বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি।”

রাষ্ট্রপুনর্গঠনের লক্ষ্যে ঘোষিত বিএনপির ৩১ দফা রূপরেখা প্রসঙ্গে তিনি বলেন, “এই ৩১ দফার মধ্যেই ভবিষ্যতের রাষ্ট্র কাঠামোর সব দিক উঠে এসেছে। নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন—সবকিছুই এর অন্তর্ভুক্ত। এটা কেবল বিএনপির একক চিন্তা নয়, দেশের পেশাজীবী, বুদ্ধিজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতে এই রূপরেখা তৈরি হয়েছে।”

পরিবেশ রক্ষায় বিএনপির কর্মসূচি নিয়ে আফাজ উদ্দিন বলেন, “তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ৬ কোটির বেশি বৃক্ষরোপণ করবে। সেই লক্ষ্যে এখন থেকেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার সরকার গত ১৬ বছরে সারাদেশের বন উজাড় করে দিয়েছে। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে—সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিকে জাতীয় আন্দোলনে রূপান্তর করবে।”

এর আগে দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বৃহত্তর উত্তরার বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায়ও বক্তব্য দেন আফাজ উদ্দিন। তিনি দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

অধ্যক্ষ মোস্তফা কামালের বিরুদ্ধে করা’৩১” অভিযোগই মিথ্যা প্রমাণিত: ফেসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মিরপুর বাংলা স্কুলের ২৪৫ শিক্ষক

আজ যুবনেতা নয়ন বাঙ্গালীর শুভ জন্মদিন

গোপালগঞ্জ পৌরসভায় জন্ম নিবন্ধনে চরম দুর্নীতি, সাধারণ মানুষের সীমাহীন ভোগান্তি

সত্যের জয় হলো ‘শেখ আলী আড্ডু’

পল্লবীতে গ্যারেজঘরে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার: স্থানীয়দের নীরবতায় রহস্য

“অপরাধ নয়, আদর্শে রাজনীতি—ঢাকা মহানগর পশ্চিমে রবিন খানের জয়যাত্রা”

শোহাদায়ে কারবালার স্মরণে জেনেভা ক্যাম্পে গাউছিয়া কমিটির ১০দিন ব্যাপী মাহফিল

দেশ ও জনগোষ্ঠীর উন্নয়নে গতির ভূমিকা অপরিহার্য : বিএনপি নেতা জিল্লুর রহমান

মিরপুরে নারী নির্যাতন মামলায় আ.লীগ নেতা আটক: অন্তরঙ্গ ছবি ভাইরাল

ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল