মঙ্গলবার , ৮ ডিসেম্বর ২০২০ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

প্রতিবেদক
bangladesh ekattor
ডিসেম্বর ৮, ২০২০ ১২:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম:(সাতক্ষীরা দেবহাটা) প্রতিনিধি:

সাতক্ষীরা দেবহাটা উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার আস্কারপুর গ্রামের মৃত নজিমুদ্দীন গাজির পুত্র। গত সোমবার ভোর রাতে বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ২ পুত্র ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 সোমবার বেলা ১১ টায় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) এস এম তারেক সুলতানের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার অনার প্রদান হয়। এ সময় জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।

জানাজা শেষে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

সর্বশেষ - সর্বশেষ সংবাদ