রাজু আহমেদ | প্রকাশ, ২২ এপ্রিল ২০২৫
নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নয় দফা দাবি তুলে ধরেছে নবগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল কনসেনসাস ফর পিপলস (এনসিপি)। আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ দাবিগুলো তুলে ধরেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ গোটা রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিস্ট কাঠামোয় রূপান্তর করেছে। জনগণের ভোটাধিকার হরণে নির্বাচন কমিশনও দোষী। বিগত তিনটি নির্বাচনে প্রার্থী ও সংশ্লিষ্ট নির্বাচন কমিশন কর্মকর্তাদের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর দলীয় পক্ষপাতিত্ব করতে না পারে।”
এনসিপির নয় দফা দাবির মধ্যে রয়েছে:
১. মনোনয়নপত্র জমায় সশরীরে হাজির হওয়ার বাধ্যবাধকতা
২. ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী সার্টিফিকেশন প্রদান
৩. প্রার্থীদের হলফনামার সত্যতা যাচাই ও তদন্ত
৪. আচরণবিধি ও ব্যয়সংক্রান্ত বিধিতে সংশোধন এনে সহিংসতা প্রতিরোধ
৫. ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা
৬. হলফনামায় মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিল ও সংসদ সদস্যপদ অযোগ্য ঘোষণা
৭. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ
৮. রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা বাড়ানো
৯. রাজনৈতিক দলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা পর্যবেক্ষণ করা
নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, “যেসব দলের অফিস পর্যন্ত নেই, তাদের নিবন্ধন দেওয়া হয়েছে। একই নামে একাধিক দলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সব দলের নিবন্ধন নবায়ন করে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে।”
পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
এই দাবি বাস্তবায়ন ছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে স্পষ্ট করে দিয়েছেন এনসিপি নেতারা।