সিটি করপোরেশনের ব্যর্থতায় ডেঙ্গুর কবরস্থানে ঢাকা
প্রতিবেদক: রাজু আহমেদ, ২৪ আগস্ট ২০২৫
ঢাকা, রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কল্যাণপুর নতুন বাজার বস্তিতে (পোড়া বস্তি) মশার ওষুধ ছিটিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের। উপস্থিত ছিলেন এনসিপির মিরপুর জোনের শতাধিক নেতা-কর্মী।

ছবি; অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট জায়েদ বিন নাসের ক্ষোভ প্রকাশ করে বলেন”,ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন প্রতিবছর শত কোটি টাকা মশক নিধনের নামে বাজেট গিলে খাচ্ছে। অথচ রাজধানীবাসীর ঘরে ঘরে ডেঙ্গুর লাশ পড়ছে, হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ছে। দুর্নীতি, অব্যবস্থাপনা আর জনগণের টাকায় বিলাসী জীবনযাপন— এটাই আজকের সিটি করপোরেশনের কাজ। মশা মারতে না পারা অযোগ্য প্রতিষ্ঠান ঢাকাকে ডেঙ্গুর কবরস্থানে পরিণত করেছে।”
তিনি বলেন, “আজও ডেঙ্গুতে একজন মারা গেছে। চার শতাধিক রোগী হাসপাতালে কাতরাচ্ছে। এই মৃত্যুর দায়, এই রক্তের দায় সিটি করপোরেশনের। জনগণের টাকায় জনগণের মৃত্যুর ব্যবস্থা করছে তারা।”
বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করে জায়েদ বলেন,“৫ই আগস্টকে কেন্দ্র করে দেওয়া তার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ। আর লেডি মাস্তান রুমিন ফারহানা নির্বাচন কমিশনে আমাদের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ’র ওপর হামলা চালিয়েছে। আমরা এ বর্বরতার তীব্র নিন্দা জানাই।”
অ্যাডভোকেট জায়েদ আরও বলেন,“রাজধানীতে সড়ক দখল বাণিজ্য, ময়লা আবর্জনার স্তূপ, নর্দমার দুর্গন্ধ আর মশার উপদ্রব- সব কিছুই সিটি করপোরেশনের ব্যর্থতার চিত্র। রাষ্ট্রের বেতন ভাতা নিয়ে কর্মকর্তারা ঘুমিয়ে থাকে, আর জনগণের ডাক শোনে না। কিন্তু বিনা বেতনে, নিঃস্বার্থভাবে এনসিপির তরুণ সমাজই আজ জনগণের পাশে দাঁড়িয়েছে। আসল সিটি করপোরেশন এখন জাতীয় নাগরিক পার্টি।”