সুমন মাস্টার: প্রকাশ, ২৭ মার্চ ২০২৫
ঢাকা ও আশপাশের এলাকায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী, মিরপুর-১০, কালশী, পল্লবী, ইসিবি চত্বর, সাভার, নবীনগর ও মানিকগঞ্জসহ বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল ও সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে গাবতলী বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, বাইপাইল, নবীনগর, ঢাকা-আরিচা মহাসড়ক, পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের অপতৎপরতা রোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি, বাসের টিকিট সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
ঈদ জামাতকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, গুজব বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করতে র্যাব-৪ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ঈদের ছুটিতে ফাঁকা বাসা-বাড়ি ও মার্কেটগুলোর নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঈদ পরবর্তী সময়ে বিনোদন কেন্দ্র, পার্ক ও চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে কেউ কোনো হয়রানির শিকার না হয়।
এছাড়া, গত ১ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত র্যাব-৪ কর্তৃক ২০ জন কিশোর গ্যাং সদস্য ও দুষ্কৃতিকারী এবং ১৫ জন ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।
ঈদ-উল-ফিতর উপলক্ষে যেকোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর র্যাব-৪। আসন্ন ঈদ যাতে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপিত হয়, তা নিশ্চিত করতে বাহিনীটির সর্বোচ্চ সচেষ্টতা অব্যাহত থাকবে।