“আমাকে অভিনেত্রী ভাবতেও এখন লজ্জা লাগে”— হঠাৎ কাজ কমে যাওয়ায় হতাশা প্রকাশ জনপ্রিয় শিল্পীর
বিনোদন ডেস্ক: | ঢাকা ২৭ জুলাই ২০২৫
দেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ মৌ শিখা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যা ইতোমধ্যে অনেক সহকর্মী ও ভক্তদের মনে নাড়া দিয়েছে। দীর্ঘ ২৫ বছর ধরে মিডিয়ায় কাজ করে আসা এই অভিনেত্রী হঠাৎ করে কাজ কমে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান।
স্ট্যাটাসে মৌ শিখা লিখেছেন,
“এতদিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম, কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা লাগে। আগে যেখানে মাসে ১৫-২০ দিন কাজ করতাম, এখন মাসে ৪-৫ দিন কাজ করছি। তাহলে কিভাবে মনে হবে আমি অভিনয়শিল্পী?”
অভিনয়ের উপরই নির্ভর তার সংসার। সেই মৌ শিখা লিখেছেন,
“আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন না হলেও, হয়তো মৃত্যুর পর মানুষ বলবে— আহারে, মহিলা তো কত ভালো ছিল, সহজ-সরল ছিল। কিন্তু বেঁচে থাকতে মূল্যায়ন না পেলে, মরে গিয়ে তাতে আমার কী লাভ?”
মৌ শিখা জানান, তিনি কখনো পারিশ্রমিক বাড়ানোর দাবি করেননি, বরং ২৫ বছরেও তার পারিশ্রমিক খুব বেশি নয়। তা সত্ত্বেও কেন তাকে ডিরেক্টররা ডাকছেন না, সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।
তিনি আরও লেখেন,
“একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না। আপনারা যারা আমার সহকর্মী, একটু পাশে থাকবেন, একটু সাহায্য করবেন— এটাই আমার অনুরোধ। আল্লাহ সহায় আছেন।”
মৌ শিখার এই লেখাটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা তার পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। কেউ কেউ বলছেন, “এই শিল্পী আমাদের চোখের সামনে বড় হয়েছেন, তার প্রতি অবিচার মেনে নেওয়া যায় না।”
শিল্পী সমাজে মৌ শিখার মতো প্রতিভাবান একজন মানুষের হঠাৎ করে এমন দুরবস্থায় পড়ে যাওয়া প্রশ্ন তুলেছে মিডিয়ার টেকসই ন্যায্যতা এবং পুরনো শিল্পীদের সম্মান ও নিরাপত্তা নিয়ে।