অবশেষে বন্ধ হলো কামাল আহমেদ মজুমদার স্কুল এন্ড কলেজের অবৈধ গরু-ছাগলের হাট।
বাংলাদেশ একাত্তর. কমঃনিজেস্ব প্রতিবেদক।

ছবি-বাংলাদেশ একাত্তর
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুর রুপনগর আবাসিক এলাকায় কামাল আহমেদ মজুমদার স্কুল এন্ড কলেজের মাঠে ও গেটের সামনে অনুমোদন ছাড়া গরু ছাগলের হাট, এলাকাবাসী ক্ষোভ প্রকাশ।
অভিযোগ উঠে, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমান সাজু ও কবির, এরা দৈনিক ৫ হাজার টাকার বিনিময়ে গুরু-ছাগলের হাট বসান। তবে মিজানূর রহমান সাজু এবিষয়ে অস্বীকার করে বলেন, এ হাট সম্পর্কে আমি অবগত নই।
এ নিয়ে “বাংলাদেশ একাত্তর.কম” এ বৃহস্পতিবার ৩০ জুলাই অবৈধ গরু-ছাগলের হাটের একটি প্রতিবেদন প্রকাশিত হলে, রুপনগর থানা প্রশাসনের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গণের আশপাশ থেকে অবৈধ গরু ছাগলের হাট সরিয়ে ফেলা হয়। এবিষয়ে স্থানীয় ও অভিভাবকরা “বাংলাদেশ একাত্তর.কম” এর প্রতিবেদক’কে ধন্যবাদ জানিয়েছেন।