শুক্রবার , ২৪ জুলাই ২০২০ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

৬০ হাজার পিস ইয়াবাসহ ২জন আটক

প্রতিবেদক
bangladesh ekattor
জুলাই ২৪, ২০২০ ১:২৯ পূর্বাহ্ণ

(বাংলাদেশ একাত্তর.কম) খালেদ বিন রহমান (জসিম)।,

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শুটকি বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।’ আটকরা হলো, মোঃ হাবিবুর রহমান গাজী (৩১) ও মোঃ হাফিজুল ইসলাম (৩৩)।,

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজ মোঃ কাইয়ুমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকার ঘিরিধারা মারাকাতুজ তাহফিজ মাদ্রাসা ও মসজিদের সামনে সড়কে শুটকি বোঝাইকৃত ট্রাকে তল্লাশি চালিয়ে ৬০ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ওই ট্রাকে থাকা দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ওই ট্রাকটিও জব্দ করেছে র‌্যাব-১০।,

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটক দুই মাদক ব্যবসায়ীরা চট্টগ্রামের কক্সবাজার থেকে এসব ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানী ঢাকার মাদক কারবারীদের সরবরাহের জন্য এনেছিল।, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা নষ্ট হয়ে যাওয়া শুটকি মাছের ট্রাকে লুকিয়ে ইয়াবার এই চালানটি নিয়ে আসছিল।, ট্রাকে শুঁটকি পচা দুর্গন্ধ থাকলে আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি করবে না এটা ভেবেছিল আটক হাবিবুর ও হাফিজুল।, তারা ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবার চালান সরবরাহ করতো বলেও তথ্য রয়েছে।,

আটক দুই মাদক ব্যবসাশীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-১০ এর অধিনায়ক।,

সর্বশেষ - সর্বশেষ সংবাদ