ডেক্স রিপোর্টঃ রাজধানী মিরপুর ১১ পলাশনগর মেজর সাহেবের বাড়ীর নীচ তলায় অবস্থিত ন্যাচারাল ফার্মাসিটিক্যাল ইউনানী ওষুধ কারখানায় মেয়াদোত্তীর্ণ, সরকারি অনুমোদনহীন ড্রাগ তৈরি করায় ২০ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল ৫ টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চালে অভিযান। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বাংলাদেশ একাত্তর.কম কে বলেন,ড্রাগ ইনস্টিটিউটটের অনুমোদন ছাড়া যৌন উত্তেজক ঔষধ তৈরি করছে। এছাড়াও কাশির ওষুধ তৈরি করছে। বাংলাদেশের ১৯৪০ সালের ড্রাগ আইন অনুযায়ী তারা অপরাধ করেছে।এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে অনাদায়ে প্রত্যেক কে তিন মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে।