সোমবার , ১৫ জুলাই ২০১৯ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ির বর কনেসহ ৯ জন নিহত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ১৫, ২০১৯ ১০:৪০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ির বর কনেসহ ৯ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ির বর কনেসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রশী ইউনিয়নের সলপ হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া মহল্লার আলতাব হোসেনের ছেলে (বর) রাজন হোসেন (২২), সুমন (২৫), খোকন (২০), টুটুল (২৫), সুমাইয়া (১৭) ও বায়েজিত (২৪) এর পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।

নীয় সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া হতে সিরাজগঞ্জগামী একটি বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস উল্লাপাড়ার সলপ হাট খোলা এলাকায় ঢাকা ঈশ্বরদী রেল পথে অরক্ষিত রেল ক্রোসিং পাড় হওয়ার সময় রাজশাহী হতে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ঢাক্কা লাগে। এতে ৮ জন নিহত হন, আহত হন ৫ জন।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনটি প্রায় দুই কিলোমিটিার পর্যন্ত মাইক্রোবাসটিকে হেঁচড়ে নিয়ে যায়। ঘটনার পর হতে ঢাকা উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ আছে। বর্তমানে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেলের কর্মীরা কাজ করছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত