

মিরপুরে চ্যানেল মুস্কানের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন
২৫শে রমজান উপলক্ষে চ্যানেল মুস্কান এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অদ্য ২৫শে রমজান রোজ শুক্রবার রাজধানীর মিরপুর-১১ নম্বরে কালসী রোডে অবস্থিত রজনী কনভেনশন হলে ইফতার পার্টির আয়োজন করা হয়। উক্ত ইফতার পার্টিতে যোগদান করেন বিহত্তর মিপুরের সকল সাংবাদিক ও সম্পাদক মন্ডলী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। মিডিয়া পার্টনার–(ক) বাংলাদেশ একাত্তর , (খ) নুতন সময় (গ) দৈনিক তৃতীয় মাত্রা, (ঘ) দৈনিক অগ্নিশিখা, (ঙ) দিগন্তধারা, (চ) সহ প্রায় ১১টি পত্রিকা ও অনলাইন নিউজ প্রোটাল। সার্বিক সহযোগিতায় ছিলেন আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা (এমপি) ঢাকা-১৬
অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মঞ্জুরুল রহমান মনু মোল্লা বলেন, সাংবাদিকরা এদেশের অন্যায় অবিচার এর উপর সব সময় বিচক্ষনতার সাথে তাদের কলমের শক্তিতে দেশ ও সমাজকে জাগ্রত করার লক্ষে কাজ করেন। সাংবাদিক মানে জাতির বিবেক দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানের সভাপতি মাসুদ জিয়া বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা, দেশ অগ্রযাত্রার ক্ষেত্রে সাংবাদিকরা অনেক কঠিন সময়ের মুখোমুখী হয়ে কাজ করেছেন। তারা কখনো অন্যায়ের প্রতি মাথা নত করেনি।
উক্ত ইফতার পার্টিতে যোগদান করেন-সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান মনু মোল্লা (পল্লবী থানা আওয়ামী লীগ), শেখ নাসির উদ্দীন (মিরপুর প্রেসক্লাব), চেয়ারম্যান মাসুদ জিয়া (চ্যানেল মুস্কান অনলাইন টিভি), চ্যানেল মুস্কান এর (সিইও) হাবিবুর রহমান মিয়া। সম্পাদক শেখ রাজু আহম্মেদ (বাংলাদেশ একাত্তর), সম্পাদক মোঃ ইব্রাহীম (Poor News), সম্পাদক এম.সামসুউজ্জামান (নিউজ বক্স), চেয়ারম্যান আলতাফ মাহমুদ (ঢাকা অনলাইন টিভি), উপস্থিত ছিলেন-বিশিষ্ঠ সাংবাদিকবৃন্দ রবিন (ক্যামেরা চিপ, চ্যানেল মুস্কান) সেলিম মোল্লা, সাদ্দাম হোসেন (মুন্না), মুরাদ হোসেন (লিটন), সাইদুর রহমান (সাইদ), মিজানুর রহমান (মিজান মাস্টার), কাজী ওবায়দুর রহমান, মারুফ হায়দার, রনি হায়দার, লায়ন আক্তার সহ আরো অনেকে। আরো উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু (জাতীয় শ্রমিকলীগ, পল্লবী-থানা, ঢাকা মহানগর উত্তর), সভাপতি মোঃ আলম, (৩নং ওয়ার্ড পল্লবী থানা, জাতীয় শ্রমিকলীগ), এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আরো অনেকেই ইফতার পার্টিতে অংশ গ্রহন করেন।
ইফতার শেষে গরিবদের মাঝে ঈদ বস্ত্র বিতারণ করা হয়।