সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. ধর্ম
  8. বিনোদন
  9. বিশেষ সংবাদ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. শিল্প ও সাহিত্য
  14. সর্বশেষ সংবাদ
  15. সারাদেশ

ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি : সভাপতি ইউছুফ, সম্পাদক আকতার

প্রতিবেদক
bangladesh ekattor
এপ্রিল ২৫, ২০২২ ৪:৩৬ পূর্বাহ্ণ

রাজধানীর সরকারি বাঙলা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) সংগঠনটির ছাত্র ও শিক্ষক উপদেষ্টাদের যৌথ স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইউসুফ শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আকতার হোসেন।

কমিটিতে সহ-সভাপতি পদে ১৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ০৮ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন ও অন্যান্য পদে রয়েছেন ২১ জন।

কমিটিতে শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন কলেজের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মো: নেছার উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: আজিজুল্লাহ এবং ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন কলেজের ভোলা জেলার সাবেক ছাত্রনেতাবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি ইউসুফ শাহরিয়ার বলেন, ছাত্রকল্যাণ পরিষদের মূল কাজ হচ্ছে জেলার শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। খুব শিগ্রই আমরা ভোলার সকল শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করবো এবং ঈদ পরবর্তীতে একটি পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বাঙলা কলেজে ভোলা জেলার ২ টি আলাদা ছাত্রকল্যাণ পরিষদ ছিল। উভয়পক্ষের সম্মতিক্রমে এবার নতুন কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - সারাদেশ